ব্যক্তি স্বাধীনতা
গাহি আমি দিবা নিশি,
তোমারই বন্দনা।
তবু বুঝি তোমার যেন,
মনে হয় আজও;
হারিয়েছ বুঝি আপনার,
ব্যক্তি স্বাধীনতা।
তরঙ্গ তুলিছ কেন তুমি,
মম হৃদয় অন্তরে।
দিশেহারা করো মোরে,
এই অকুল সাগরে?
২০/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
তোমারই বন্দনা।
তবু বুঝি তোমার যেন,
মনে হয় আজও;
হারিয়েছ বুঝি আপনার,
ব্যক্তি স্বাধীনতা।
তরঙ্গ তুলিছ কেন তুমি,
মম হৃদয় অন্তরে।
দিশেহারা করো মোরে,
এই অকুল সাগরে?
২০/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭অসাধারণ একটি কবিতা। শুভেচ্ছা।
-
আবুল খায়ের ২৬/১০/২০১৭সুন্দর েলখা
-
টি এম আমান উল্লাহ ২২/১০/২০১৭valo
-
Rabia Onti ২১/১০/২০১৭সুন্দর
-
কে. পাল ২১/১০/২০১৭Bess
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/১০/২০১৭খুব সুন্দর
-
নাজিবুল হাসান মোল্লা ২১/১০/২০১৭দারুন
-
আজাদ আলী ২১/১০/২০১৭Sundar
-
আব্দুল হক ২১/১০/২০১৭সুন্দর , অনেক ধন্যবাদ!