আকাশ তোমায়
আকাশ! তোমার কোলে-
কে বানালো নকশিকাঁথার ছবি?
তোমার বুকে আঁকা আছে-
শত শত পাহাড় নদী।
হাঁসি কান্না মনে ব্যথা,
হৃদয় জুরে কত কথা!
মেঘের ভেলা ভাসিয়ে তুমি,
তেপান্তরের দিলে পাড়ি?
থাকতো যদি পাখা আমার,
পিছু নিতাম এবার তোমার।
-------++++++------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১০/২০১৭
বিকাল-৩.৫৫
কে বানালো নকশিকাঁথার ছবি?
তোমার বুকে আঁকা আছে-
শত শত পাহাড় নদী।
হাঁসি কান্না মনে ব্যথা,
হৃদয় জুরে কত কথা!
মেঘের ভেলা ভাসিয়ে তুমি,
তেপান্তরের দিলে পাড়ি?
থাকতো যদি পাখা আমার,
পিছু নিতাম এবার তোমার।
-------++++++------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২০/১০/২০১৭
বিকাল-৩.৫৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭সুন্দর প্রকাশ!
-
সাইয়িদ রফিকুল হক ২০/১০/২০১৭বেশ তো!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ২০/১০/২০১৭Bah, pichu nen priy kobi.