চাই না আমি
চাই না আমি তোমার প্রেম,
চাই না ভালোবাসা।
সুখে থেকো সারা জীবন,
মিটিয়ে মনের আশা।
ভালবেসে কষ্ট দেওয়া,
আর কি আছে বড় সাজা!
ভুলে গেলে আমায় তুমি,
খুশী হবে তাতেই জানি।
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
চাই না ভালোবাসা।
সুখে থেকো সারা জীবন,
মিটিয়ে মনের আশা।
ভালবেসে কষ্ট দেওয়া,
আর কি আছে বড় সাজা!
ভুলে গেলে আমায় তুমি,
খুশী হবে তাতেই জানি।
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭দারুণ গীতিকাব্য -অসাধারণ চেতনার গান ।
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭অনবদ্য
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৭বাঃ
-
আজাদ আলী ১৯/১০/২০১৭HAPPY DEEPAWALI DEAR