ভোর হল
পুব আকাশে আলো এলো,
ভোর হল তাতে।
পশু পাখি সব জাগিল,
ভোরের আলোকেতে।
সকাল বেলায় বাতাস খেলায়,
হৃদয় আমার হেলায় দোলায়।
আলোর ঢেউ এ যে ভাঙল ঘুম,
গভীর রাতের অলস নিঝুম!
১৭ /০৬/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
ভোর হল তাতে।
পশু পাখি সব জাগিল,
ভোরের আলোকেতে।
সকাল বেলায় বাতাস খেলায়,
হৃদয় আমার হেলায় দোলায়।
আলোর ঢেউ এ যে ভাঙল ঘুম,
গভীর রাতের অলস নিঝুম!
১৭ /০৬/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৭/১০/২০১৭এরকম অসাধারন লেখার সাথে দিন দিন আরো আরো বেশী পরিচিত হতে চাই ।।।।।
-
মুক্তপুরুষ ২০/১০/২০১৭সুন্দর প্রকাশ কবি!💜💜
-
কে. পাল ২০/১০/২০১৭Darun darun
-
আজাদ আলী ২০/১০/২০১৭ভালো, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন অফুরান প্রিয় কবি।