মানুষ-১
শুনহ্ আমার মানুষ বন্ধু,
মানুষের গুণ গাই।
মানুষই যে পরম বন্ধু,
মানুষের উপর নাই।
দূর! দূর! করিওনা তারে,
যে আজ লাগেনা কোন দরকারে।
কে জানে কখন হয় তার,
বিশেষ প্রয়োজন।
বলি তাই না করিও,
অন্যায় কথন।
যত পার করিও শ্রদ্ধা,
মানুষেরে মানুষের মতন।
---------++++++---------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
রাত-১০.৫৫
মানুষের গুণ গাই।
মানুষই যে পরম বন্ধু,
মানুষের উপর নাই।
দূর! দূর! করিওনা তারে,
যে আজ লাগেনা কোন দরকারে।
কে জানে কখন হয় তার,
বিশেষ প্রয়োজন।
বলি তাই না করিও,
অন্যায় কথন।
যত পার করিও শ্রদ্ধা,
মানুষেরে মানুষের মতন।
---------++++++---------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
রাত-১০.৫৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/১০/২০১৭সু ন্দ র।
-
সুকুমার রায় জীবন ১৯/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ১৯/১০/২০১৭Khub Sundar . HAPPY DEEPAWALI
-
তাবেরী ১৯/১০/২০১৭বেশ সুন্দর।