রাতের তারা
তারার সাথে আলো করে,
আসবে প্রিয়া আমার ঘরে।
সন্ধ্যা হলে তোমায় খোঁজি,
এবার তুমি আসলেই বুঝি!
দিনের বেলা পাইনা তোরে,
রাতে তুমি আকাশ জোড়ে।
ভালো থাকি রাতেই আমি,
রাতের মুখেই হাসলে তুমি।
২১/০৬/২০১৭ইং
৬-ঠ আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন
উত্তর ত্রিপুরা
ভারত
আসবে প্রিয়া আমার ঘরে।
সন্ধ্যা হলে তোমায় খোঁজি,
এবার তুমি আসলেই বুঝি!
দিনের বেলা পাইনা তোরে,
রাতে তুমি আকাশ জোড়ে।
ভালো থাকি রাতেই আমি,
রাতের মুখেই হাসলে তুমি।
২১/০৬/২০১৭ইং
৬-ঠ আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন
উত্তর ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজিবুল হাসান মোল্লা ১৮/১০/২০১৭সুন্দর স্বপ্ন। ভালো লাগলো,অনেক অনেক শুভেচ্ছা থাকল।
-
কে. পাল ১৮/১০/২০১৭Darun hoyeche
-
আজাদ আলী ১৮/১০/২০১৭ভালো, শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।