হাসি
একটি হাসি
ছোট্ট হাসি,
মূল্য অনেক তার।
দূরকে করে নিকট বন্ধু,
যন্ত্রণাকে দেয় ছাড়।
পরতে যদি পারতাম,
বন্ধু! হাসির মালা গলে।
দুঃখরা সব চলে যেত,
দূর গগনের তলে।
---++++++----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
রাত-১০.৫৫
ছোট্ট হাসি,
মূল্য অনেক তার।
দূরকে করে নিকট বন্ধু,
যন্ত্রণাকে দেয় ছাড়।
পরতে যদি পারতাম,
বন্ধু! হাসির মালা গলে।
দুঃখরা সব চলে যেত,
দূর গগনের তলে।
---++++++----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
রাত-১০.৫৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রায়হান আজিজ ১৯/১০/২০১৭অভিনন্দন
-
আজাদ আলী ১৯/১০/২০১৭সুন্দর শুভ দ্বীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
-
সায়ন্ত গোস্বামী ১৮/১০/২০১৭Sundar