মেয়ে
মেয়ে আর ছেলে
কেন পৃথক বল!
ছেলে যদি চাকা,
তবে মেয়েরা গতি।
মেয়ে যদি মা হয়,
বল কার কি ক্ষতি?
অকথা কুকথা কেন
সন্মান করি তারে !
------++++++---
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
সকাল-১১.৩২
কেন পৃথক বল!
ছেলে যদি চাকা,
তবে মেয়েরা গতি।
মেয়ে যদি মা হয়,
বল কার কি ক্ষতি?
অকথা কুকথা কেন
সন্মান করি তারে !
------++++++---
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৮/১০/২০১৭
সকাল-১১.৩২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৯/১০/২০১৭অসাধারণ।
-
টি এম আমান উল্লাহ ১৮/১০/২০১৭valo bolechen
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/১০/২০১৭তাই তো!
-
বিপ্লব চাকমা ১৮/১০/২০১৭কবি, ঠিক বলেছেন। সুন্দর!