স্বপ্নের দেশ
আমার বাবা
স্বপ্ন দেখেন
জন্ম ভূমি বাঙলা দেশের।
মাঝ রাতে
তাঁর ঘুম
ভেঙ্গে যায় ভানুগাছের টানে।
স্বপ্নে আছে
কালী দিঘি,
সব্জি ক্ষেতের বাঁধা কপি।
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/১০/২০১৭
সকাল-১০.৫০
স্বপ্ন দেখেন
জন্ম ভূমি বাঙলা দেশের।
মাঝ রাতে
তাঁর ঘুম
ভেঙ্গে যায় ভানুগাছের টানে।
স্বপ্নে আছে
কালী দিঘি,
সব্জি ক্ষেতের বাঁধা কপি।
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৭/১০/২০১৭
সকাল-১০.৫০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৮/১০/২০১৭অনেক ধন্যবাদ প্রিয় কবি।
-
মোঃ মুসা খান ১৭/১০/২০১৭কবি আপনার অনুপ্রেরণা সত্য,
ভাল লেগেছে ছন্দ ছন্দময় লেখা আরও ভাল লাগত -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/১০/২০১৭কিন্তু ছন্দ পেলাম না।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/১০/২০১৭অনেক সু ন্দ র ।
-
আজাদ আলী ১৭/১০/২০১৭Valo