নিঃসঙ্গ আমি
একা নও ওগো বন্ধু তুমি,
আশেপাশে আছি আমি।
খোঁজে দেখো-
পেয়ে যাবে মোরে
তোমার অন্তরে;
না হয় চাঁদের সোনালী
হাসির আড়ালে।
তমসা ঢাকুক যতোই,
খোঁজে নিও মোরে
তোমার মতো করে।
'ধ্রুব তারা আমি'-আছি যে,
অনন্তকাল ধরে;
শুধু আর শুধু তোমারই জন্য।
আকাশে আজ রয়েছি ছড়িয়ে,
দিগন্তে চেয়ে দেখো তুমি,
দুটি হাত মেলে হাটু পেতে-
বসে আছি আমি আজও
শুধু তুমি আর তোমার জন্য।
স্তব্ধ বাতাস শুনে আজ,
কত শত মর্ম কথা-
গাহি যে দুঃখ বেদনা গাঁথা।
বাতায়নে চেয়ে দেখ,
নিঃসঙ্গ আমি আজও-
শুধু তোমারই সঙ্গের খোঁজে,
সুদূর ঐ তারকার দেশে।
২৩/০৬/২০১৭ইং
৮ম আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
আশেপাশে আছি আমি।
খোঁজে দেখো-
পেয়ে যাবে মোরে
তোমার অন্তরে;
না হয় চাঁদের সোনালী
হাসির আড়ালে।
তমসা ঢাকুক যতোই,
খোঁজে নিও মোরে
তোমার মতো করে।
'ধ্রুব তারা আমি'-আছি যে,
অনন্তকাল ধরে;
শুধু আর শুধু তোমারই জন্য।
আকাশে আজ রয়েছি ছড়িয়ে,
দিগন্তে চেয়ে দেখো তুমি,
দুটি হাত মেলে হাটু পেতে-
বসে আছি আমি আজও
শুধু তুমি আর তোমার জন্য।
স্তব্ধ বাতাস শুনে আজ,
কত শত মর্ম কথা-
গাহি যে দুঃখ বেদনা গাঁথা।
বাতায়নে চেয়ে দেখ,
নিঃসঙ্গ আমি আজও-
শুধু তোমারই সঙ্গের খোঁজে,
সুদূর ঐ তারকার দেশে।
২৩/০৬/২০১৭ইং
৮ম আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৭/১০/২০১৭বেশ সুন্দর!!
-
রেজাউল ইসলাম ১৭/১০/২০১৭চমৎকার, প্রিয় কবি।
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ১৬/১০/২০১৭ভালো লেগেছে কবি
-
সাঁঝের তারা ১৬/১০/২০১৭ধ্রুব তারা আছে অনন্তকাল ধরে ...
-
আজাদ আলী ১৬/১০/২০১৭Fine