ভালোবাসি
আমি
চাঁদ ভালোবাসি,
ভালোবাসি তার আলো।
পূর্ণিমা
রাত ভালোবাসি,
ভালোবাসি রাতের আলো।
সন্ধ্যা
রাত আধাঁরেতে,
ভালোবাসি তারার আলো।
অমাবস্যার
নিঝুম রাতে
ভালোবাসি আকাশ কালো।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সন্ধ্যা-৫.১২
চাঁদ ভালোবাসি,
ভালোবাসি তার আলো।
পূর্ণিমা
রাত ভালোবাসি,
ভালোবাসি রাতের আলো।
সন্ধ্যা
রাত আধাঁরেতে,
ভালোবাসি তারার আলো।
অমাবস্যার
নিঝুম রাতে
ভালোবাসি আকাশ কালো।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সন্ধ্যা-৫.১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭কবি অনিন্দ্য হয়েছে
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ১৬/১০/২০১৭কোবির ভালোবাসাকে আন্তরিক সম্মান জানই। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি সাথে এক রাশ ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা।