শরতের খেলা
বন্ধু!
দেখেছ কি শরতের খেলা,
ভেজা ঘাসে শিশিরের ভেলা।
হালকা আকাশে
মনোরম বাতাসে;
ধরণী আনন্দে নাচিছে আজ,
ঐ দিক্চক্রবালে যৌবনের তালে।
দেখ অবনীর 'পরে আজ,
আনন্দ আঁচলে শিশিরের সাঁজ।
সকল দুঃখ ব্যথা ভুলে,
আনন্দে সে মাতিয়ে তুলে।
শরত আবার আসবে ফিরে,
যাবে না সে চিরতরে!
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/১০/২০১৭
সকাল-৭.১৬
দেখেছ কি শরতের খেলা,
ভেজা ঘাসে শিশিরের ভেলা।
হালকা আকাশে
মনোরম বাতাসে;
ধরণী আনন্দে নাচিছে আজ,
ঐ দিক্চক্রবালে যৌবনের তালে।
দেখ অবনীর 'পরে আজ,
আনন্দ আঁচলে শিশিরের সাঁজ।
সকল দুঃখ ব্যথা ভুলে,
আনন্দে সে মাতিয়ে তুলে।
শরত আবার আসবে ফিরে,
যাবে না সে চিরতরে!
-----------++++++-----------
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৫/১০/২০১৭
সকাল-৭.১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/১০/২০১৭অনেক ভালোলাগা।
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭কবি শুভকামনা
-
মোঃ মুসা খান ১৫/১০/২০১৭বেশ লাগছে
-
কে. পাল ১৫/১০/২০১৭Bess bess
-
আজাদ আলী ১৫/১০/২০১৭NICE
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১৫/১০/২০১৭আহ! কি মধুর সে শরৎ!
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০১৭ভালো।