পিঠোপিঠি
সফলতা আর বিফলতা,
দু'জনে পিঠোপিঠি।
এক যদি হয় আকাশ,
অপর জন বাতাস।
আলো যদি আসে আধাঁরের শেষে।
দু'জনে রয়ে যায় দু'জনারই কাছে।
মানুষের মাঝে যদি হয় ঘেষাঘেষী,
তবে অকারন হয় কেন ঘুষাঘুষি?
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সকাল-৯.৫৯
দু'জনে পিঠোপিঠি।
এক যদি হয় আকাশ,
অপর জন বাতাস।
আলো যদি আসে আধাঁরের শেষে।
দু'জনে রয়ে যায় দু'জনারই কাছে।
মানুষের মাঝে যদি হয় ঘেষাঘেষী,
তবে অকারন হয় কেন ঘুষাঘুষি?
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সকাল-৯.৫৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১০/২০১৭ঠিক আছে।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১০/২০১৭বাঃ
-
সন্তোশ পাইন ১৪/১০/২০১৭Sundar bhabnar prakash
-
আজাদ আলী ১৪/১০/২০১৭Modhu dada Sundar kotha Boleyn.