ভালোবাসার জয়
আজও মানুষ আছে এই পৃথিবীতে,
তাইতো ভালবাসে মানুষ মানুষেতে।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ আর খৃষ্টান,
নানা রঙে রাঙিয়েছে ধর্মের অভিধান।
ভালোবাস হে মানুষ মানুষেরে আজ,
ধিক্ তাদেরে যারা হয়েছে ধূকাবাজ।
মানবতা, জীবে প্রেম ঈশ্বরের বাণী,
সকল ধর্মের মূল কথা এটাতো জানি।
ভাইয়ের রক্তে রাঙিও না তুমি ভাই,
এই জগতে মানুষের উপর কিছু নাই।
ভালবাস মানুষ তুমি 'এ মানুষের প্রতি,
ভালবাসা দিয়েই টানি কবিতার ইতি।
২৫/০৬/২০১৭ইং
১১য় আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
তাইতো ভালবাসে মানুষ মানুষেতে।
হিন্দু, মুসলমান, বৌদ্ধ আর খৃষ্টান,
নানা রঙে রাঙিয়েছে ধর্মের অভিধান।
ভালোবাস হে মানুষ মানুষেরে আজ,
ধিক্ তাদেরে যারা হয়েছে ধূকাবাজ।
মানবতা, জীবে প্রেম ঈশ্বরের বাণী,
সকল ধর্মের মূল কথা এটাতো জানি।
ভাইয়ের রক্তে রাঙিও না তুমি ভাই,
এই জগতে মানুষের উপর কিছু নাই।
ভালবাস মানুষ তুমি 'এ মানুষের প্রতি,
ভালবাসা দিয়েই টানি কবিতার ইতি।
২৫/০৬/২০১৭ইং
১১য় আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১৫/১০/২০১৭অমর হোক ভালবাসা
-
খায়রুল আহসান ১৪/১০/২০১৭ভালবাসার কবিতা ভাল লেগেছে।
-
আজাদ আলী ১৪/১০/২০১৭Fantastic.
-
কালকেতু (দুর্জয় কবি) ১৪/১০/২০১৭খুব সুন্দর উদার মনোভাব।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১০/২০১৭খৃষ্টান > খ্রিস্টান