তুমি আস ফিরে
তুমি আমার কাঁচা সোনা,
মনের পাখি ময়না।
অসুস্থ মায়ে দেখতে তুমি,
এবার গেলে পিতৃভূমি।
বাপের বাড়ি তালগাছ,
পুকুর ভরা নানা মাছ।
ধানের ক্ষেতে সবুজ আগুন,
কৃষ্ণচুড়ায় লাগল ফাগুন।
'আমড়া' গাছে আমড়া ভরা,
পাইকার আসে জোড়া জোড়া।
দালান বাড়ির নতুন কোঠা,
আমার জন্য সবই জুটা।
মোবাইলেতে নাই যে টাওয়ার,
বাপের বাড়ি পুরোই পাওয়ার।
ফিরে আস তাড়াতাড়ি,
তাকিয়ে আছে খালি বাড়ি।
২৭/০৬/২০১৭ইং
১৩য় আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
মনের পাখি ময়না।
অসুস্থ মায়ে দেখতে তুমি,
এবার গেলে পিতৃভূমি।
বাপের বাড়ি তালগাছ,
পুকুর ভরা নানা মাছ।
ধানের ক্ষেতে সবুজ আগুন,
কৃষ্ণচুড়ায় লাগল ফাগুন।
'আমড়া' গাছে আমড়া ভরা,
পাইকার আসে জোড়া জোড়া।
দালান বাড়ির নতুন কোঠা,
আমার জন্য সবই জুটা।
মোবাইলেতে নাই যে টাওয়ার,
বাপের বাড়ি পুরোই পাওয়ার।
ফিরে আস তাড়াতাড়ি,
তাকিয়ে আছে খালি বাড়ি।
২৭/০৬/২০১৭ইং
১৩য় আষাঢ়, ১৪২৪বাং
নিজ বাসভবন,ভারত
উত্তর ত্রিপুরা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।