মনের পাখি
তুই যে আমার
মনের পাখি,
যাসনে উড়ে বনে।
আপন মনে উড়বে
যে তুই,
আমার পুষ্প কাননে।
মন পাখি তুই
বন্দি নাগো,
মনের আকাশ খোলা।
খোলা ছাদে বসবে
যে তুই,
দেখবে কত খেলা।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সকাল-১০.১৬
মনের পাখি,
যাসনে উড়ে বনে।
আপন মনে উড়বে
যে তুই,
আমার পুষ্প কাননে।
মন পাখি তুই
বন্দি নাগো,
মনের আকাশ খোলা।
খোলা ছাদে বসবে
যে তুই,
দেখবে কত খেলা।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৩/১০/২০১৭
সকাল-১০.১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মান্না ১৩/১০/২০১৭valo
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Apan mone urbe j tui amar puspa kanone bah Darun laglo dada.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/১০/২০১৭পুস্প > পুষ্প