জীবন
জীবন বুঝি দেয়াল ঘড়ি,
দম দেওয়া খেলনা গাড়ি।
জন্ম থেকে চলতে থাকে,
নদীর মতো আঁকে বাঁকে।
শান্তি পেলে শান্ত থাকে,
জীবন যাত্রার গতি পথে।
অশান্তিতে পাড় ভেঙ্গে যায়,
সংসারের এই পুতুল খেলায়।
----------*******---------
নিজ বিদ্যালয়, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১০/২০১৭
সন্ধ্যা-১১.৫৪
দম দেওয়া খেলনা গাড়ি।
জন্ম থেকে চলতে থাকে,
নদীর মতো আঁকে বাঁকে।
শান্তি পেলে শান্ত থাকে,
জীবন যাত্রার গতি পথে।
অশান্তিতে পাড় ভেঙ্গে যায়,
সংসারের এই পুতুল খেলায়।
----------*******---------
নিজ বিদ্যালয়, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১০/২০১৭
সন্ধ্যা-১১.৫৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/১০/২০১৭প্রিয় সুন্দর লিখেছেন।
-
অনিক মজুমদার ১২/১০/২০১৭জীবন 😞😞
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১২/১০/২০১৭চমৎকার
-
আজাদ আলী ১২/১০/২০১৭Sundar kotha Bolechen priy kobi.