মেরিনার বুকে
মনে হলো আজ যেন আকাশ-বাতাস;
সাগর আর দিগন্ত,
মিলেমিশে একাকার হলো,
মেরিনা তোমার সাগর সৈকতে।
তোমার বুক ভরা বালু কণায় কণায়
আমার স্মৃতি মেখে দিলাম -
জানি আমি তলিয়ে যাবো
তোমার স্মৃতি নিয়ে।
হয়তো বা অনন্ত সাগরের অতল গহ্বরে।
তবু মেরিনা তুমি রয়ে যাবে আমার স্মৃতিপটে।
ভালোবাসার ইতিহাস লয়ে।
সাগর আর দিগন্ত,
মিলেমিশে একাকার হলো,
মেরিনা তোমার সাগর সৈকতে।
তোমার বুক ভরা বালু কণায় কণায়
আমার স্মৃতি মেখে দিলাম -
জানি আমি তলিয়ে যাবো
তোমার স্মৃতি নিয়ে।
হয়তো বা অনন্ত সাগরের অতল গহ্বরে।
তবু মেরিনা তুমি রয়ে যাবে আমার স্মৃতিপটে।
ভালোবাসার ইতিহাস লয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।