স্মৃতির পাতা
সবুজ মাঠ নয় বালুকার সাগর,
নীল আকাশ ছিল মাথার উপর।
ভেসে চলেছিল মেরিনার হাওয়া,
তাই ছিল জীবনে প্রথম যাওয়া।
তোমার পছন্দের সেদ্ধ ভুট্টাদানা,
জুতো পড়ে হাটা একদমই মানা।
ধীরে ধীরে হেঁটে চলি সাগর তটে,
হাত ধরে চলি বড় আনন্দে বটে।
কিছুক্ষণ কাটে এই বস্ত্রের কারণ,
অচেনা দম্পতিকেই করি সম্ভরণ।
লুটে পড়ি দুহে ঐমেরিনার জলে,
সাক্ষী ছিল সহস্র প্রেমিক যুগলে।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/১০/২০১৭
সন্ধ্যা-০৫.২৫
নীল আকাশ ছিল মাথার উপর।
ভেসে চলেছিল মেরিনার হাওয়া,
তাই ছিল জীবনে প্রথম যাওয়া।
তোমার পছন্দের সেদ্ধ ভুট্টাদানা,
জুতো পড়ে হাটা একদমই মানা।
ধীরে ধীরে হেঁটে চলি সাগর তটে,
হাত ধরে চলি বড় আনন্দে বটে।
কিছুক্ষণ কাটে এই বস্ত্রের কারণ,
অচেনা দম্পতিকেই করি সম্ভরণ।
লুটে পড়ি দুহে ঐমেরিনার জলে,
সাক্ষী ছিল সহস্র প্রেমিক যুগলে।
----- ^^^^^^-----
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/১০/২০১৭
সন্ধ্যা-০৫.২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ১২/১০/২০১৭Valo
-
টি এম আমান উল্লাহ ১২/১০/২০১৭Nostalgic
-
আজাদ আলী ১১/১০/২০১৭Memorial
-
কামরুজ্জামান সাদ ১১/১০/২০১৭স্মৃতিগুলো তরতাজা
-
সাইয়িদ রফিকুল হক ১১/১০/২০১৭স্মৃতি আনন্দদায়ক।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/১০/২০১৭অনেক স্মৃতি আছে।