কবির কলম
হে কবি!
তোমার ঐ কলমের আলতো ছোঁয়ায়,
ধন্য হল অর্থহীন শব্দরা মনের ভাষায়।
কবি!তোমার কলমের লেখাতে এতো,
আসে কি করে আজ সুপ্ত ব্যথা যতো।
সংগ্ৰাম ভরা জীবনের সরু গলি পথে-
শব্দরা সাজে কবিতার সুমধুর বিদথে।
আমি চমকে উঠি কতবার কত রাতে,
মধ্য রাতে তোমার লেখার বাহারেতে।
দারুণ লেখ তুমি কবি প্রতি কথা মনে,
যেন মানবতার পঞ্চামৃত ঢালা প্রাণে।
দুর্বার গতি নিয়ে লিখে চলো প্রিয় কবি,
সমাজ, সভ্যতা আর ভালোবাসার ছবি।
জেগে থাকো কবি তুমি কত নিশী জুড়ে,
উন্মত্ত ফাগুনের দাবানল আঁকড়ে ধরে।
পেয়ে তোমার ঐ গহন নিশীথে ছবি,
জাগি আজি পূজিতে তোমাকে কবি।
--------^^^^^^^-------
#জ্ঞানে=বিদথে
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/১০/২০১৭
বিকেলে-০২.০২
তোমার ঐ কলমের আলতো ছোঁয়ায়,
ধন্য হল অর্থহীন শব্দরা মনের ভাষায়।
কবি!তোমার কলমের লেখাতে এতো,
আসে কি করে আজ সুপ্ত ব্যথা যতো।
সংগ্ৰাম ভরা জীবনের সরু গলি পথে-
শব্দরা সাজে কবিতার সুমধুর বিদথে।
আমি চমকে উঠি কতবার কত রাতে,
মধ্য রাতে তোমার লেখার বাহারেতে।
দারুণ লেখ তুমি কবি প্রতি কথা মনে,
যেন মানবতার পঞ্চামৃত ঢালা প্রাণে।
দুর্বার গতি নিয়ে লিখে চলো প্রিয় কবি,
সমাজ, সভ্যতা আর ভালোবাসার ছবি।
জেগে থাকো কবি তুমি কত নিশী জুড়ে,
উন্মত্ত ফাগুনের দাবানল আঁকড়ে ধরে।
পেয়ে তোমার ঐ গহন নিশীথে ছবি,
জাগি আজি পূজিতে তোমাকে কবি।
--------^^^^^^^-------
#জ্ঞানে=বিদথে
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১০/১০/২০১৭
বিকেলে-০২.০২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১১/১০/২০১৭কবির জয়গান
-
সমির প্রামাণিক ১০/১০/২০১৭কবিকে নিয়ে কবির কবিতা। বাহ! সুন্দর।
-
আজাদ আলী ১০/১০/২০১৭Valoi
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১০/১০/২০১৭কবিতায় কবির গুণগান!