আমি আমার মতো
আমি আবারো আসিলাম ফিরে,
সাগরের নুনোজলে,
কাগজের নৌকা চড়ে।
আমার প্রিয় সেই,
আলোথালো কুঁড়ে ঘরে।
ফেরার পথে কেউ বলেছে -
পাগল আমায়, আবার
কেউ বলেছে দিবা অস্তাচল।
ক্ষুন্ন বিষন্ন মনে বসে আসি
ট্রেনের পাটাতনে।
আমি বলি হায়!
যে কভু হয়নি পাগল,
সে কি বুঝিবে পাগলের
আনন্দ ধারা।
সাগরের নোনা জল,
যে নেয় নি কভু মুখে-
সে কি বুঝিবে,
সাগরের জল যে কতো তেতো।
সাগরের নুনোজলে,
কাগজের নৌকা চড়ে।
আমার প্রিয় সেই,
আলোথালো কুঁড়ে ঘরে।
ফেরার পথে কেউ বলেছে -
পাগল আমায়, আবার
কেউ বলেছে দিবা অস্তাচল।
ক্ষুন্ন বিষন্ন মনে বসে আসি
ট্রেনের পাটাতনে।
আমি বলি হায়!
যে কভু হয়নি পাগল,
সে কি বুঝিবে পাগলের
আনন্দ ধারা।
সাগরের নোনা জল,
যে নেয় নি কভু মুখে-
সে কি বুঝিবে,
সাগরের জল যে কতো তেতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/১০/২০১৭প্রীতিকল্পের দারুণ চিত্র ।
-
টি এম আমান উল্লাহ ১১/১০/২০১৭ভাল চিত্রকল্প
-
আজাদ আলী ১১/১০/২০১৭ভালো আল্পনা একেছেন
-
আব্দুল হক ১০/১০/২০১৭আসলে, ভালো!!
-
Tanju H ১০/১০/২০১৭অসাধারন কবি।।