ছেলে চাই
আমার আপনার আমরা সবার,
ছেলে সন্তান চাই!
মেয়ে হলে বড় চিন্তা,
কপাল কুচকে যায়।
বন্ধু আমার বড় রসিক,
তিনটি মেয়ে তাই!
সংসারেতে গন্ডগোল,
ব্যবসা তবে জল!
ছেলে ছাড়া সংসার কেমন,
চিন্তায় যেন মাথা গরম।
বুকে আগুন মাথায় বরফ,
চলেন খুঁজে জাতীয় সড়ক।
লাম্ডিং এর কালী বাড়ি,
আরো কত ঠাকুর বাড়ি-
পুত্রের আশায় ফিরে বন্ধু,
মানত করে-দ্বারে দ্বারে!
কত ডাক্তার কবিরাজ,
নেই বুঝি কেউ বাদ আজ!
অ্যালোপ্যাথি,হোমিওপ্যাথি,
টুটকা আর কবিরাজি...
ভাগ্যবতী স্ত্রী তার,
জন্ম দিল পুত্র এবার।
হাসপাতালে ভর্তি তিনি,
রক্ত লাগে বাঁচতে জানি!
নিখোঁজ পিতা জন্মক্ষনে,
কেউ জানেনা খোঁজ।
পীর সাধুদের আদেশ বুঝি,
কেউ যেন না পায় তার খোঁজ!
আরো আছে বাধা নিষেধ,
খালি পায়ে খালি পেটে-
হাঁটতে হবে পূর্ব দিশাতে,
পার না হয়ে নদী, ছড়া...
কেমন রসিক বন্ধু তুমি,
ধন্য তোমার পিতৃ জীবন!
রইলে ছেড়ে আপন জনে,
পুত্র শিশুর কল্যানে.....!
নিজ বাসভবন:দক্ষিন নয়াপাড়া
তাং:৩০/০৭/২০১৭ ইং
বিকাল:০২ঘটিকা ৪৩ মিনিট
ত্রিপুরা, ভারত
ছেলে সন্তান চাই!
মেয়ে হলে বড় চিন্তা,
কপাল কুচকে যায়।
বন্ধু আমার বড় রসিক,
তিনটি মেয়ে তাই!
সংসারেতে গন্ডগোল,
ব্যবসা তবে জল!
ছেলে ছাড়া সংসার কেমন,
চিন্তায় যেন মাথা গরম।
বুকে আগুন মাথায় বরফ,
চলেন খুঁজে জাতীয় সড়ক।
লাম্ডিং এর কালী বাড়ি,
আরো কত ঠাকুর বাড়ি-
পুত্রের আশায় ফিরে বন্ধু,
মানত করে-দ্বারে দ্বারে!
কত ডাক্তার কবিরাজ,
নেই বুঝি কেউ বাদ আজ!
অ্যালোপ্যাথি,হোমিওপ্যাথি,
টুটকা আর কবিরাজি...
ভাগ্যবতী স্ত্রী তার,
জন্ম দিল পুত্র এবার।
হাসপাতালে ভর্তি তিনি,
রক্ত লাগে বাঁচতে জানি!
নিখোঁজ পিতা জন্মক্ষনে,
কেউ জানেনা খোঁজ।
পীর সাধুদের আদেশ বুঝি,
কেউ যেন না পায় তার খোঁজ!
আরো আছে বাধা নিষেধ,
খালি পায়ে খালি পেটে-
হাঁটতে হবে পূর্ব দিশাতে,
পার না হয়ে নদী, ছড়া...
কেমন রসিক বন্ধু তুমি,
ধন্য তোমার পিতৃ জীবন!
রইলে ছেড়ে আপন জনে,
পুত্র শিশুর কল্যানে.....!
নিজ বাসভবন:দক্ষিন নয়াপাড়া
তাং:৩০/০৭/২০১৭ ইং
বিকাল:০২ঘটিকা ৪৩ মিনিট
ত্রিপুরা, ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিক মজুমদার ১০/১০/২০১৭কন্যা মানেইতো ভালোবাসা ✌
-
মুক্তপুরুষ ১০/১০/২০১৭সমাজের চিত্র ফুটে উঠেছে।
ভালোবাসা নিবেন কবি। -
কে. পাল ১০/১০/২০১৭Valo
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১০/২০১৭গৃহস্থের খোকা হোক।
-
আজাদ আলী ১০/১০/২০১৭Besh
-
অমিত শমূয়েল সমদ্দার ১০/১০/২০১৭সুন্দর