চেতনার সাগর তলে
এক বুক সাগরের জলে,
চেতনা তুমি ডুবে থাকো হৃদয়ের অন্তস্থলে।
কখনো গোলাপের ছলে,
ফুটে উঠো রাঙা পাপড়ি মেলে।
কখনো আবার তুমি ঘুমিয়ে পড়,
বনলতাদের পুকুরের পাড়ে।
কখনো আমি উঠি জেগে,
-শুধু তোমার ভালোবাসার আবেগে।
আর ঘুমাব না আমি -চেতনা,
বয়ে নেব আমি হৃদয়ের যত যাতনা।
জেগে থাকব আমি ভোরের ভ্রমরের মতো,
কারণ- তুমি সত্যিকারে আমারই তো!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/১০/২০১৭
রাত্রি-১০.০২
চেতনা তুমি ডুবে থাকো হৃদয়ের অন্তস্থলে।
কখনো গোলাপের ছলে,
ফুটে উঠো রাঙা পাপড়ি মেলে।
কখনো আবার তুমি ঘুমিয়ে পড়,
বনলতাদের পুকুরের পাড়ে।
কখনো আমি উঠি জেগে,
-শুধু তোমার ভালোবাসার আবেগে।
আর ঘুমাব না আমি -চেতনা,
বয়ে নেব আমি হৃদয়ের যত যাতনা।
জেগে থাকব আমি ভোরের ভ্রমরের মতো,
কারণ- তুমি সত্যিকারে আমারই তো!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৯/১০/২০১৭
রাত্রি-১০.০২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৭
-
আজাদ আলী ১০/১০/২০১৭খুব সুন্দর প্রিয় কাবি
-
কে. পাল ০৯/১০/২০১৭Valo laglo
-
সাঁঝের তারা ০৯/১০/২০১৭খুব ভালো
শেষের কথাটি বেশ ভাল লাগলো ।
ধন্যবাদ জানবেন কবি ।