মনে পড়ে
আজও মনে পড়ে সেই বটের তলা,
যেথায় কেটেছে মোর বাল্য বেলা।
বক শালিকের আনাগোনা,
আরো ছিল কত নাম না জানা।
বিকালের রাঙা রোদে,
ছিলাম কবি ক্ষুদে।
এলায়ে দেহ ভাবিতাম কারে,
যদিও ছিল না কোন ছাপ অন্তরে।
আজও আমি পরিতৃপ্তির স্বাদ খুঁজে,
আজি তোমাতে হে অমর বৃক্ষরাজে!
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং:0৮/0৯/১৭
যেথায় কেটেছে মোর বাল্য বেলা।
বক শালিকের আনাগোনা,
আরো ছিল কত নাম না জানা।
বিকালের রাঙা রোদে,
ছিলাম কবি ক্ষুদে।
এলায়ে দেহ ভাবিতাম কারে,
যদিও ছিল না কোন ছাপ অন্তরে।
আজও আমি পরিতৃপ্তির স্বাদ খুঁজে,
আজি তোমাতে হে অমর বৃক্ষরাজে!
নিজ বাসভবন,ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং:0৮/0৯/১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ০৯/১০/২০১৭Kichu sriti ache ja kakhnoi vula jay na.
-
কামরুজ্জামান সাদ ০৯/১০/২০১৭ভাল লিখেছেন
-
কালকেতু (দুর্জয় কবি) ০৯/১০/২০১৭বাহ! ভাল লেখা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/১০/২০১৭বেশ!