কান্না হাসি
হাসলে শুধু হাসি নয়,
কাঁদলে না হয় কান্না।
কত হাসি হাসলে তুমি,
লুকিয়ে গোপন কান্না।
ক্ষুধা পেটে বিরাগ তুমি,
আর না খাবার বায়না!
কাঁদলে না হয় কান্না।
কত হাসি হাসলে তুমি,
লুকিয়ে গোপন কান্না।
ক্ষুধা পেটে বিরাগ তুমি,
আর না খাবার বায়না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৯/১০/২০১৭Good.
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৯/১০/২০১৭সুন্দর
-
আব্দুল হক ০৯/১০/২০১৭সুন্দর !!