ট্রেনে বসে
রেল গাড়ি আর রেল যাত্রা দুটোই ভালো লাগে,
চড়াই উৎরাই ডানে বায়ে আঁকা বাঁকা চলে।
ধান ক্ষেতে কাঁচা আল কৃষক চালায় মাঠে হাল,
সাদা বক উড়ে দূরে সোনালী রোদের আকাশে।
ব্যাগ পিঠে মেয়ে ছেলে দৌড়ে চলে মেঠো পথে,
বাবুইরা বাসা বুনে তাল গাছে ঘাস পেয়ে মাঠে।
জামের গাছে কালো ফল আম পেঁকে ডল ডল,
রাঙা শাড়ি পড়ে নারী কলসে ভরে লয় জল।
বসে আসি ট্রেনে আমি কাছে আছে সোনা মণি,
শুধু ভাবি কত বাকি এই সুমধুর যাত্রা খানি।
০৬/০৬/২০১৭ইং
২২শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
মনু, ধলাই ত্রিপুরা
চড়াই উৎরাই ডানে বায়ে আঁকা বাঁকা চলে।
ধান ক্ষেতে কাঁচা আল কৃষক চালায় মাঠে হাল,
সাদা বক উড়ে দূরে সোনালী রোদের আকাশে।
ব্যাগ পিঠে মেয়ে ছেলে দৌড়ে চলে মেঠো পথে,
বাবুইরা বাসা বুনে তাল গাছে ঘাস পেয়ে মাঠে।
জামের গাছে কালো ফল আম পেঁকে ডল ডল,
রাঙা শাড়ি পড়ে নারী কলসে ভরে লয় জল।
বসে আসি ট্রেনে আমি কাছে আছে সোনা মণি,
শুধু ভাবি কত বাকি এই সুমধুর যাত্রা খানি।
০৬/০৬/২০১৭ইং
২২শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
মনু, ধলাই ত্রিপুরা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/১০/২০১৭অভিজ্ঞ ট্রেনযাত্রী।
-
Rabia Onti ০৮/১০/২০১৭খুব সুন্দর
-
দীপঙ্কর বেরা ০৮/১০/২০১৭বেশ কথা।
ভালো লাগলো -
আজাদ আলী ০৮/১০/২০১৭Camatkar
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/১০/২০১৭ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১০/২০১৭ভালো।