সন্ধ্যা মালতি
(৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লিখিত একটি কবিতা)
থাক্ থাক্ কাটিও না এই বৃক্ষ-গুল্ম রাজি
নাহী চাহি আজ আর অট্টালিকার রুদ্ধ কপাট।
অনন্ত আকাশ তলে আবার বসিব আমি,
শুকিব অমৃত সুরভি সন্ধ্যা মালতির ঘ্রাণ।
চারিদিকে ভাসুক মেঘের উন্মুক্ত ভেলা,
প্লাবিত হোক আবারও এই মরা গাঙ্টা।
আত্মঘাতী মানুষ জাগিবে কি আবার তুমি,
তিলে তিলে মারিবে তোমার পরিবেশ খানি!
শীত গ্ৰীষ্ম শরৎ হেমন্ত আর বসন্তরা বিলীন,
ভুলে গেছে ধরণী আপনার গতি দুষ্টের দলনে।
হৃদয়ের শিরা ছিড়ে ফেলনা মানুষ তুমি,
ভালোবাসো তুমি তোমার পরিবেশ খানি!
05/06/2017
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত
থাক্ থাক্ কাটিও না এই বৃক্ষ-গুল্ম রাজি
নাহী চাহি আজ আর অট্টালিকার রুদ্ধ কপাট।
অনন্ত আকাশ তলে আবার বসিব আমি,
শুকিব অমৃত সুরভি সন্ধ্যা মালতির ঘ্রাণ।
চারিদিকে ভাসুক মেঘের উন্মুক্ত ভেলা,
প্লাবিত হোক আবারও এই মরা গাঙ্টা।
আত্মঘাতী মানুষ জাগিবে কি আবার তুমি,
তিলে তিলে মারিবে তোমার পরিবেশ খানি!
শীত গ্ৰীষ্ম শরৎ হেমন্ত আর বসন্তরা বিলীন,
ভুলে গেছে ধরণী আপনার গতি দুষ্টের দলনে।
হৃদয়ের শিরা ছিড়ে ফেলনা মানুষ তুমি,
ভালোবাসো তুমি তোমার পরিবেশ খানি!
05/06/2017
ধর্মনগর,উত্তর ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/১০/২০১৭দ র কা রি।
-
কে. পাল ০৮/১০/২০১৭Baah sundor
-
কে. পাল ০৮/১০/২০১৭Bash sundor
-
আজাদ আলী ০৮/১০/২০১৭Khub valo subject. Thanks