অমৃত কথা
এই সাহস যে নাই ভাই,
কাউকে বলি মূর্খ অজ্ঞ বা ছাই।
ভালো মন্দ জানি না কিছু,
তবুও ছুটে চলি আলোর পিছু।
গ্ৰাম,শহর বা নগরের রাস্তা ঘাটে;
দেখি যে আজ কত অঘটন ঘটে।
দাতা বেশে দান করে কেউ,
কেউ লুটিবার তরে করে ঘেউ ঘেউ!
অর্থ বিত্ত আজ নেই যে মোর,
লোভ লালসাতে তবু যেন অমর!
সততার পথে হাঁটি ঘুটি ঘুটি পায়,
তবে কেন ভূত দেখি সকাল সন্ধ্যায়?
দানবীর নয় আমি মন তবে আছে,
হাত দিলে ঝুলি তাই সদা মোরে হাসে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১০/২০১৭
রাত্রি-১০.২০
কাউকে বলি মূর্খ অজ্ঞ বা ছাই।
ভালো মন্দ জানি না কিছু,
তবুও ছুটে চলি আলোর পিছু।
গ্ৰাম,শহর বা নগরের রাস্তা ঘাটে;
দেখি যে আজ কত অঘটন ঘটে।
দাতা বেশে দান করে কেউ,
কেউ লুটিবার তরে করে ঘেউ ঘেউ!
অর্থ বিত্ত আজ নেই যে মোর,
লোভ লালসাতে তবু যেন অমর!
সততার পথে হাঁটি ঘুটি ঘুটি পায়,
তবে কেন ভূত দেখি সকাল সন্ধ্যায়?
দানবীর নয় আমি মন তবে আছে,
হাত দিলে ঝুলি তাই সদা মোরে হাসে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১০/২০১৭
রাত্রি-১০.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৮/১০/২০১৭খুব ভালো কবিতা, সত্যিই অমৃত কথা
-
কামরুজ্জামান সাদ ০৮/১০/২০১৭কোনকিছুতে ঠিক আকর্ষণ করে না