পথ শিশু
না মোদী না মানিক-
কে আছে এই শিশুদের পাশে!
অনেকের জানা আছে-
আবার অনেকেরই জানা নেই!
স্কুল আছে মিড-ডে মিল,
তবুও সেই শিশু বিদ্যালয় ছুট্!
কি যে কারন তার হয়তোবা
অনেকেরই জানা আজ!
বাক্ স্বাধীনতা থাকলে তবুও,
পুলিশের বন্ধুকে গুলির যে
অভাব নেই,তাছাড়া লাঠিয়াল
রয়েছে যে অগনিত।
তাদের গুলিতে-
ঝাঝড়া হয় কবিদের বুক;
হয় মোমবাতি মিছিল আরো কত!
তবু সেই শিশুরা আজও রাস্তায়,
কাকভোরে বেরিয়ে পড়ে-
বর্জ্য লোহা টিন কাগজ অথবা
মাদকের খালি বোতলের খোঁজে।
তারদের যে ঘরে ভাত নেই,
গায়ে দেবার জামাটাও নেই!
আছে বাড়ীতে অসুস্থ বিধবা মা,
যে কাজের মাসী ছিল দাদের ঘরে।
কে দেবে তাদের দুমুঠো ভাত
সন্ধ্যা বেলা-দিনের খাবার কথা
ভাবে না তারা আর আজ।
পদলোভ,রাজ্যলোভ-দেশলোভ
আর চাই ভোগ ও রঙ্গীন সম্ভোগ।
দাদা দিদি নেতা নেত্রী যত
দেশে অনাচার আর অবিচার
যেন বাড়ল তত।
পথের শিশু রইল পথে,
আমরা সবাই চলি রাজ বেশে।
শিশু মন কেঁদে উঠে,
খোলা আকাশের নিচে।
একটু খাবার যদি পাই,
সারাদিনের শেষে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০৯/২০১৭
কে আছে এই শিশুদের পাশে!
অনেকের জানা আছে-
আবার অনেকেরই জানা নেই!
স্কুল আছে মিড-ডে মিল,
তবুও সেই শিশু বিদ্যালয় ছুট্!
কি যে কারন তার হয়তোবা
অনেকেরই জানা আজ!
বাক্ স্বাধীনতা থাকলে তবুও,
পুলিশের বন্ধুকে গুলির যে
অভাব নেই,তাছাড়া লাঠিয়াল
রয়েছে যে অগনিত।
তাদের গুলিতে-
ঝাঝড়া হয় কবিদের বুক;
হয় মোমবাতি মিছিল আরো কত!
তবু সেই শিশুরা আজও রাস্তায়,
কাকভোরে বেরিয়ে পড়ে-
বর্জ্য লোহা টিন কাগজ অথবা
মাদকের খালি বোতলের খোঁজে।
তারদের যে ঘরে ভাত নেই,
গায়ে দেবার জামাটাও নেই!
আছে বাড়ীতে অসুস্থ বিধবা মা,
যে কাজের মাসী ছিল দাদের ঘরে।
কে দেবে তাদের দুমুঠো ভাত
সন্ধ্যা বেলা-দিনের খাবার কথা
ভাবে না তারা আর আজ।
পদলোভ,রাজ্যলোভ-দেশলোভ
আর চাই ভোগ ও রঙ্গীন সম্ভোগ।
দাদা দিদি নেতা নেত্রী যত
দেশে অনাচার আর অবিচার
যেন বাড়ল তত।
পথের শিশু রইল পথে,
আমরা সবাই চলি রাজ বেশে।
শিশু মন কেঁদে উঠে,
খোলা আকাশের নিচে।
একটু খাবার যদি পাই,
সারাদিনের শেষে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১০/২০১৭অনিন্দ্য
-
ন্যান্সি দেওয়ান ০৬/১০/২০১৭Better.
-
আজাদ আলী ০৬/১০/২০১৭Very good subject.