ওগো নব পরিণীতা
ওগো আয়ুস্মিতা,
তুমি মম নব পরিণীতা।
জীবন গহনে তুমি
উজ্বল আলোক বর্তিকা।
তুমি আজ প্রস্ফুটিতা!
তুমি যেন পুলকিতা!
তুমি সুগন্ধি পুস্পিতা,
তুমি প্রেম বর্ষিতা।
মিলন বিরহে যেন সমন্বিতা,
যৌবন জোয়ারে প্লাবিতা।
তুমি মলয়া! তুমি সমীরা!
তুমি কাঞ্চন রঞ্জিতা।
তুমি কুন্তলে সুশোভিতা,
মোর জীবন দর্শিতা।
তব নয়ন মাঝে,
নিমজ্জিত বিশ্ব মম।
তব প্লাবিত স্বর্ণ সিন্ধুতে,
হৃদয় মম উদ্বেলিত ।
তব শুভ পদার্পণে,
ধন্য জীবন এ জগতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
২০১৬ ইং
তুমি মম নব পরিণীতা।
জীবন গহনে তুমি
উজ্বল আলোক বর্তিকা।
তুমি আজ প্রস্ফুটিতা!
তুমি যেন পুলকিতা!
তুমি সুগন্ধি পুস্পিতা,
তুমি প্রেম বর্ষিতা।
মিলন বিরহে যেন সমন্বিতা,
যৌবন জোয়ারে প্লাবিতা।
তুমি মলয়া! তুমি সমীরা!
তুমি কাঞ্চন রঞ্জিতা।
তুমি কুন্তলে সুশোভিতা,
মোর জীবন দর্শিতা।
তব নয়ন মাঝে,
নিমজ্জিত বিশ্ব মম।
তব প্লাবিত স্বর্ণ সিন্ধুতে,
হৃদয় মম উদ্বেলিত ।
তব শুভ পদার্পণে,
ধন্য জীবন এ জগতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
২০১৬ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৫/১০/২০১৭অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১০/২০১৭বিরাট উচ্ছ্বাস!
-
আজাদ আলী ০৫/১০/২০১৭BEAUTIFUL POEM and nice rhythm.
-
অমিত শমূয়েল সমদ্দার ০৫/১০/২০১৭সুন্দর ছন্দ গাঁথা ।ভালো লাগেছে।