কালো চশমা
কালো চশমায় ঢাকা তোমার
কাজল আঁকা আঁখি।
বেশ বলেছ তুমি আমায়,
তোমায় হিংসা করি!
রাতের তারা নয় যে আমি,
নয় বসন্তের কোকিল।
বলতে নারি ব্যঙ্গ বার্তা,
দমক দিয়ে কথা।
করব কি আর
বাঁচতে হবে মনে নিয়ে ব্যথা।
তোমার জীবন কোমল কানন,
আমার বেলায় অলীক স্বপন।
জলসা রাতে মেঘের ফাঁকে,
হৃদয় আমার কাঁদে কেবল।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০৯/২০১৭
কাজল আঁকা আঁখি।
বেশ বলেছ তুমি আমায়,
তোমায় হিংসা করি!
রাতের তারা নয় যে আমি,
নয় বসন্তের কোকিল।
বলতে নারি ব্যঙ্গ বার্তা,
দমক দিয়ে কথা।
করব কি আর
বাঁচতে হবে মনে নিয়ে ব্যথা।
তোমার জীবন কোমল কানন,
আমার বেলায় অলীক স্বপন।
জলসা রাতে মেঘের ফাঁকে,
হৃদয় আমার কাঁদে কেবল।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৪/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭খুব সুন্দর - শেষের লাইন চমৎকার ...
-
Tanju H ০৪/১০/২০১৭সুন্দর কবিতা...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/১০/২০১৭ভালো বিষয়।
-
অমিত শমূয়েল সমদ্দার ০৪/১০/২০১৭সুন্দর ভাবনা
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/১০/২০১৭ভালো হয়েছে কিছু বানান বিভ্রাট আছে দেখে নেবেন
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/১০/২০১৭সুন্দর।
তুমার> তোমার
ব্যাথা> ব্যথা -
আজাদ আলী ০৪/১০/২০১৭Lovely lovely.