মানবতার পথে
আমি খুঁজে চলেছি আজও সেই-
মানবতাবাদীদের চলে যাওয়া পথ;
চড়াই উৎরাই বেয়ে গঙ্গার তীরে
মুনিঋষিদের অগস্থ্য যাত্রার পদচিহ্ন।
কানে যেন শুনি আজ আবারও-
হিরোসীমা-নাগাসাকির ভয়ংকর
বিস্ফোরণে মানুষের গোঙানির শব্দ।
উত্তর কোরিয়া আজ থেমে নেই,
দূরন্ত গতিতে এগিয়ে চলছে,
মার্কিনদের ভ্রুক্ষেপ করেনা তারা-
এবুঝি মানবতাবাদীদের দৌড় প্রতিযোগিতা।
ক্লান্ত রোহিঙ্গা কাঁটাতার ভেঙ্গে
খুঁজে চলছে নতুন আশ্রয়ের সন্ধান।
কাশ্মীরের বরফের চাইয়ে শুকায়নি
আজও ভাইয়ের খুনের রক্ত ফোয়ারা।
হে মানবতাবাদী দেবতা তুমি কোথায়?
'এস এবার এস আমার হাতে অস্ত্র দাও!
অস্ত্র দাও!যুদ্ধ করব আমি মানবতার জন্য!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/০৯/২০১৭
মানবতাবাদীদের চলে যাওয়া পথ;
চড়াই উৎরাই বেয়ে গঙ্গার তীরে
মুনিঋষিদের অগস্থ্য যাত্রার পদচিহ্ন।
কানে যেন শুনি আজ আবারও-
হিরোসীমা-নাগাসাকির ভয়ংকর
বিস্ফোরণে মানুষের গোঙানির শব্দ।
উত্তর কোরিয়া আজ থেমে নেই,
দূরন্ত গতিতে এগিয়ে চলছে,
মার্কিনদের ভ্রুক্ষেপ করেনা তারা-
এবুঝি মানবতাবাদীদের দৌড় প্রতিযোগিতা।
ক্লান্ত রোহিঙ্গা কাঁটাতার ভেঙ্গে
খুঁজে চলছে নতুন আশ্রয়ের সন্ধান।
কাশ্মীরের বরফের চাইয়ে শুকায়নি
আজও ভাইয়ের খুনের রক্ত ফোয়ারা।
হে মানবতাবাদী দেবতা তুমি কোথায়?
'এস এবার এস আমার হাতে অস্ত্র দাও!
অস্ত্র দাও!যুদ্ধ করব আমি মানবতার জন্য!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/১০/২০১৭ফুয়ারা > ফোয়ারা
-
সাঁঝের তারা ০৪/১০/২০১৭খুব সুন্দর
-
Tanju H ০৩/১০/২০১৭অপূর্ব!!!!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৩/১০/২০১৭খুব সুন্দর
-
আবু সাইদ লিপু ০৩/১০/২০১৭আর যুদ্ধ নয়।
-
আজাদ আলী ০৩/১০/২০১৭Khub valo
-
ফয়জুল মহী ০৩/১০/২০১৭অতুলনীয় ভালো লাগা রহিল
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১০/২০১৭ভালো।