সহযাত্রী
ক্লান্তি ভরা যাত্রা পথে মিল আজব সহযাত্রী,
প্রথম আসল একজন পুরুষ লম্বা সরু দেহ।
অনুরোধের স্বরে বলেন,"দাদা!একটু জায়গা
দেবেন,"- সবাই মিলে দিলাম জায়গা তাকে
মিলে মিশে বসতে আমাদের সহযাত্রী ভেবে,
ব্যাগ রেখে চলেগেলেন কিছু যেন করতে,
ফিরলেন এবার রাগের মুখে স্ত্রী কন্যা নিয়ে,
এবার বলেন 'বস তোমরা আমি রব দাঁড়িয়ে
চার জনের জায়গায় বসেছিলাম পাঁচ জনে,
এবার এল আর অতিরিক্ত মোটাসোটা দুই।
বাধ্য হয়ে সরে গেলাম নিজের জায়গা দিয়ে,
মনে মনে ভাবতে থাকি কি সাধের সহযাত্রী!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৫/০৯/২০১৭
প্রথম আসল একজন পুরুষ লম্বা সরু দেহ।
অনুরোধের স্বরে বলেন,"দাদা!একটু জায়গা
দেবেন,"- সবাই মিলে দিলাম জায়গা তাকে
মিলে মিশে বসতে আমাদের সহযাত্রী ভেবে,
ব্যাগ রেখে চলেগেলেন কিছু যেন করতে,
ফিরলেন এবার রাগের মুখে স্ত্রী কন্যা নিয়ে,
এবার বলেন 'বস তোমরা আমি রব দাঁড়িয়ে
চার জনের জায়গায় বসেছিলাম পাঁচ জনে,
এবার এল আর অতিরিক্ত মোটাসোটা দুই।
বাধ্য হয়ে সরে গেলাম নিজের জায়গা দিয়ে,
মনে মনে ভাবতে থাকি কি সাধের সহযাত্রী!
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৫/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/১০/২০১৭আহারে বেচারা উপকার করতে গিয়েও ........................
-
অমিত শমূয়েল সমদ্দার ০৪/১০/২০১৭হা হা হা দারুন
-
মুক্তপুরুষ ০৪/১০/২০১৭দারুণ লেখনী
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Khub valo
-
কামরুজ্জামান সাদ ০৪/১০/২০১৭অল্পকথায়, অনবদ্য
-
Tanju H ০৩/১০/২০১৭অসাধারন।।প্রিয় কবি।।শুভেচ্ছা......