পোশাকি মানুষ
'পোশাকি মানুষ' হ্যাঁ 'পোশাকি মানুষ'
শব্দ দুটি কেমন উদ্ভট লাগছে!
তবে আজ কেন যেন মনে হয়-
পৃথিবীর মানুষগুলো অনেকটাই পোশাকি!
নিজের নগ্নতাকে ঢাকবার জন্য,
সাদা পাজামা পরে সত্যের প্রতিক সেজেছে।
আমি দেখেছি যাদের বাড়ি-
নোংরার পাহাড় তারা কোদাল নিয়ে
রাস্তায় নেমেছে স্বচ্ছ ভারত অভিযানে!
বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে-
এর মধ্যে সবচেয়ে ভালো ছবিটা খুঁজে
চট্ জলদি ফেসবুকে আপলোড করে,
তবেই শান্তির নিশ্বাস ফেলা।
লাইকের ফুলঝুরি চলে,
আসে সুন্দর সুন্দর মন্তব্য।
নিজেকে বেশ ভালো লাগে,
মনে হয় যেন করেছেন অনেক বড় কর্তব্য।
পোশাকি মানুষ যারা সবাই,
পালন করেছ সযত্নে সমাজের দায়িত্ব।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/০৯/২০১৭
শব্দ দুটি কেমন উদ্ভট লাগছে!
তবে আজ কেন যেন মনে হয়-
পৃথিবীর মানুষগুলো অনেকটাই পোশাকি!
নিজের নগ্নতাকে ঢাকবার জন্য,
সাদা পাজামা পরে সত্যের প্রতিক সেজেছে।
আমি দেখেছি যাদের বাড়ি-
নোংরার পাহাড় তারা কোদাল নিয়ে
রাস্তায় নেমেছে স্বচ্ছ ভারত অভিযানে!
বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে-
এর মধ্যে সবচেয়ে ভালো ছবিটা খুঁজে
চট্ জলদি ফেসবুকে আপলোড করে,
তবেই শান্তির নিশ্বাস ফেলা।
লাইকের ফুলঝুরি চলে,
আসে সুন্দর সুন্দর মন্তব্য।
নিজেকে বেশ ভালো লাগে,
মনে হয় যেন করেছেন অনেক বড় কর্তব্য।
পোশাকি মানুষ যারা সবাই,
পালন করেছ সযত্নে সমাজের দায়িত্ব।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৭/০৯/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৩/১০/২০১৭চমৎকার!!!
-
আজাদ আলী ০৩/১০/২০১৭খুব ভালো কথা লিখেছেন কবিবর। অনেক শুভেচ্ছা
-
কামরুজ্জামান সাদ ০৩/১০/২০১৭এরাই সমাজকে অদৃশ্য নেতা বনে গেছে।