শুভ বিজয়া
প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা,
আরো কত ছোট বড় আশা।
রঙ মাখিয়ে রেখে দেব আজ,
বিজয়ার সিঁদুর খেলার সাজ।
তোমার ঐ ঢল ঢল গালে,
নেচেছ তুমি ঢাকের তালে।
হেসেছ তুমি অন্তর খোলে,
আঁখি ভেজাও আজ জলে!
পাতিল ভরে মিষ্টি নিও,
মিলে মিশে সবাই খেয়।
আসা যাওয়া মেলামেশা,
সবই ছিল প্রেমে ঘেঁষা।
বিদায়ের দিনে মিলনের গান
হয়তো বা কোন অভিমান।
শিউলি ঝরা ভোর প্রভাতে,
ছুয়ে দিও কোমল হাতে।
কল্পনার ঐ রঙ বাহারে,
রাঙিয়েছি যে কেবল তরে।
সারা বছর দেবে জানি,
স্মৃতি মাখা ঐ হাতছানি।
বিদায় দিও দুঃখ জ্বালা,
খুলে রেখ মনের তালা।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/০৯/২০১৭
সকাল-৫.৫৪
আরো কত ছোট বড় আশা।
রঙ মাখিয়ে রেখে দেব আজ,
বিজয়ার সিঁদুর খেলার সাজ।
তোমার ঐ ঢল ঢল গালে,
নেচেছ তুমি ঢাকের তালে।
হেসেছ তুমি অন্তর খোলে,
আঁখি ভেজাও আজ জলে!
পাতিল ভরে মিষ্টি নিও,
মিলে মিশে সবাই খেয়।
আসা যাওয়া মেলামেশা,
সবই ছিল প্রেমে ঘেঁষা।
বিদায়ের দিনে মিলনের গান
হয়তো বা কোন অভিমান।
শিউলি ঝরা ভোর প্রভাতে,
ছুয়ে দিও কোমল হাতে।
কল্পনার ঐ রঙ বাহারে,
রাঙিয়েছি যে কেবল তরে।
সারা বছর দেবে জানি,
স্মৃতি মাখা ঐ হাতছানি।
বিদায় দিও দুঃখ জ্বালা,
খুলে রেখ মনের তালা।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/০৯/২০১৭
সকাল-৫.৫৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০২/১০/২০১৭সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/১০/২০১৭বেশ বেশ বেশ
ধন্যবাদ অশেষ -
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০১৭ভালো।
অনেকদিন পরে দেখলাম বন্ধু। -
Tanju H ০১/১০/২০১৭অসাধারন কবিতা।।প্রিয় কবি শুভেচ্ছা রইল।।
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০১/১০/২০১৭বাস্তবসম্পন্ন ভাবনা, কবি।
-
আজাদ আলী ০১/১০/২০১৭Nice dedication .Thanks
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০১৭সুন্দর