সামিয়ানা
টাঙিয়ে ছিলাম আমি,
তোমার ভালোবাসার সামিয়ানা।
হৃদয়ের ডানা মেলে,
উড়েছিলাম নীল আকাশে।
স্বপ্ন মাখা আলো,
মেখে ছিলাম মনে।
রামধনুর সাত রঙেতে,
সাজিয়ে ছিলাম জীবনটাকে।
পাগলা হাওয়ার ঝড়ে,
ভাঙলো সাধের সামিয়ানা।
দুমড়ে পড়ে হৃদয়টাযে,
সাগর পাড়ের বালুচরে।
রঙের বাহার লুকিয়েছে,
কালো মেঘের আড়ালে।
জীবন তোমায় ভালোবেসে,
হারিয়ে গেছে মরণেতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১০/২০১৭
সন্ধ্যা-৬.০৯
তোমার ভালোবাসার সামিয়ানা।
হৃদয়ের ডানা মেলে,
উড়েছিলাম নীল আকাশে।
স্বপ্ন মাখা আলো,
মেখে ছিলাম মনে।
রামধনুর সাত রঙেতে,
সাজিয়ে ছিলাম জীবনটাকে।
পাগলা হাওয়ার ঝড়ে,
ভাঙলো সাধের সামিয়ানা।
দুমড়ে পড়ে হৃদয়টাযে,
সাগর পাড়ের বালুচরে।
রঙের বাহার লুকিয়েছে,
কালো মেঘের আড়ালে।
জীবন তোমায় ভালোবেসে,
হারিয়ে গেছে মরণেতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০১/১০/২০১৭
সন্ধ্যা-৬.০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ০২/১০/২০১৭Nice poem dear poet.
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৭শুভেচ্ছা নিরন্তর
-
আব্দুল হক ০১/১০/২০১৭ভালো , !!
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭সুন্দর। শুভেচ্ছা রইলো।
-
ন্যান্সি দেওয়ান ০১/১০/২০১৭wow kobitati chorom legeche..
-
Tanju H ০১/১০/২০১৭অসাধারন কবি।।শুভেচ্ছা নিরন্তন।।