বন্ধ চোখে
আলতো করে সরিয়ে ছিলাম ঐ,
তোমার গায়ের পশমি চাদর খানি।
ডাগর চোখে তাকিয়ে ছিলে তুমি,
আমার চোখের লাজুক দুই মণি।
আড় চোখে তবুও তাকিয়ে দেখি,
তোমার গায়ে নীলাভ শিরার গতি।
আজ যে নেই তুমি মোর কাছেতে,
তবুও তোমায় দেখি বন্ধ চোখেতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/০৯/২০১৭
সন্ধ্যা-৬.১৯
তোমার গায়ের পশমি চাদর খানি।
ডাগর চোখে তাকিয়ে ছিলে তুমি,
আমার চোখের লাজুক দুই মণি।
আড় চোখে তবুও তাকিয়ে দেখি,
তোমার গায়ে নীলাভ শিরার গতি।
আজ যে নেই তুমি মোর কাছেতে,
তবুও তোমায় দেখি বন্ধ চোখেতে।
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৩০/০৯/২০১৭
সন্ধ্যা-৬.১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/১০/২০১৭২ এর সাথে ৪ মিলল। কিন্তু ৬ এর সাথে ৮ এর মিল কোথায়?
-
কামরুজ্জামান সাদ ৩০/০৯/২০১৭অনেকদিন পরে এলেন।তারচেয়ে বড় কথা অনবদ্য একটা কবিতা নিয়ে এলেন।
-
সমির প্রামাণিক ৩০/০৯/২০১৭"তোমার গায়ে নীলাভ শিরার গতি"- সুন্দর প্রকাশ। শুভেচ্ছা কবিকে।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ৩০/০৯/২০১৭দারুণ ছন্দ মিল
-
আজাদ আলী ৩০/০৯/২০১৭Very nice filings. Thanks poet