তোমার ব্যস্ততা
মনে বড় কষ্ঠ হয়,
দেখে তোমার ব্যস্ততা।
সারা দিন ছুটে চল,
বাড়ি আর অফিসের কাজে।
রাত দশটা হলে,
আবার হোয়াট্স্ আপ খুলে।
ভালো লাগে কথা বলে,
বাধা নিষেধ না দিলে।
রাত বারোটা বেশ ভালো,
আগে হতো আড়াইটা।
কি আর করবে বল,
মন যে আরো চায়।
কষ্ট করে চলতে হবে,
এই সরু গলি পথে।
১২/০৬/২০১৭ইং
২৮শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
উত্তর ত্রিপুরা
ভারত
দেখে তোমার ব্যস্ততা।
সারা দিন ছুটে চল,
বাড়ি আর অফিসের কাজে।
রাত দশটা হলে,
আবার হোয়াট্স্ আপ খুলে।
ভালো লাগে কথা বলে,
বাধা নিষেধ না দিলে।
রাত বারোটা বেশ ভালো,
আগে হতো আড়াইটা।
কি আর করবে বল,
মন যে আরো চায়।
কষ্ট করে চলতে হবে,
এই সরু গলি পথে।
১২/০৬/২০১৭ইং
২৮শে জ্যৈষ্ঠ ১৪২৪বাং
উত্তর ত্রিপুরা
ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০৬/২০১৭এই ব্যস্ততা খুবই করুণ
-
Abdullah Al Mamun ১৩/০৬/২০১৭Good
-
সাঁঝের তারা ১৩/০৬/২০১৭ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৬/২০১৭ভালো।
-
রুবেল চন্দ্র দাস ১২/০৬/২০১৭Osadaron
-
অঞ্জন চন্দ্র ১২/০৬/২০১৭বেস ভাল
-
মধু মঙ্গল সিনহা ১২/০৬/২০১৭শুভ রাত্রী।