আলোর পথে
আলোর পথে চলো তুমি,
ঘুচিয়ে অন্ধকার।
সন্ধ্যা রাতে জ্বেলো তারা,
দিনের প্রভাকর।
ভয় পেয়ো না আঁধার রাতে,
আসলে পথে ঝড়।
শক্ত হাতে পাল ধরিবে,
রইবে অকাতর।
২০/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
ঘুচিয়ে অন্ধকার।
সন্ধ্যা রাতে জ্বেলো তারা,
দিনের প্রভাকর।
ভয় পেয়ো না আঁধার রাতে,
আসলে পথে ঝড়।
শক্ত হাতে পাল ধরিবে,
রইবে অকাতর।
২০/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ১০/০৬/২০১৭মনমুগ্ধ কর ছন্দ
-
তুহেল আহমেদ ২০/০৫/২০১৭অল্প কথায় ছন্দ! বেশ ছিল।
-
বিশ্বামিত্র ২০/০৫/২০১৭ভাল লাগল।শুভচ্ছা রইল
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২০/০৫/২০১৭খুব সুন্দর অনুভব করলাম
-
সাঁঝের তারা ২০/০৫/২০১৭ভাল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৫/২০১৭খুব ভালো।
পেয় > পেয়ো -
আলম সারওয়ার ২০/০৫/২০১৭দারুন হয়েছে ।শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ২০/০৫/২০১৭সুপ্রভাত বন্ধুরা।