ঢেউ
তোমার ঐ শরীর জুড়ে আমি দেখি,
উত্তাল সাগরের উপচে পড়া ঢেউ।
তোমার হৃদয় জুড়ে অনুভব করি,
মরুভূমির উত্তপ্ত বালুকার উষ্ণতা।
তোমার স্পর্শে আমি রোমাঞ্চিত হয়,
শীতে লোমশ কম্বলের অনুভূতিতে।
তোমার নিঃশ্বাসে আমি ফিরে পাই,
আমার হারিয়ে যাওয়া হৃদয়ে স্পন্দন।
১৯/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
উত্তাল সাগরের উপচে পড়া ঢেউ।
তোমার হৃদয় জুড়ে অনুভব করি,
মরুভূমির উত্তপ্ত বালুকার উষ্ণতা।
তোমার স্পর্শে আমি রোমাঞ্চিত হয়,
শীতে লোমশ কম্বলের অনুভূতিতে।
তোমার নিঃশ্বাসে আমি ফিরে পাই,
আমার হারিয়ে যাওয়া হৃদয়ে স্পন্দন।
১৯/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতাম মিঞা ২০/০৫/২০১৭প্রেমের কবি ! ভালো লাগলো।
-
সাঁঝের তারা ২০/০৫/২০১৭বেশ সুন্দর ...
-
Tanju H ১৯/০৫/২০১৭এক কথায় অসাধারন কবি।
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৫/২০১৭শুভ রাত্রি।