লুকিয়ে
কবিতা তুমি লুকিয়ে থাকো,
মুন্ মুন্ এদের ঘরে।
কবিতা তুমি কথা বলো,
সঞ্চয়িতার ঠোটে।
আবার তুমি হাসতে থাকো,
সূর্যমুখীর মুখে।
কবিতা তুমি ডানা মেল,
পরিয়ারির বেশে।
কবিতা তুমি জেগে উঠো,
কাক পক্ষীটির রুপে।
এবার তুমি সাজবে জানি,
রূপ কথার ঐ ঝাঁসি রাণি।
১৮/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত
মুন্ মুন্ এদের ঘরে।
কবিতা তুমি কথা বলো,
সঞ্চয়িতার ঠোটে।
আবার তুমি হাসতে থাকো,
সূর্যমুখীর মুখে।
কবিতা তুমি ডানা মেল,
পরিয়ারির বেশে।
কবিতা তুমি জেগে উঠো,
কাক পক্ষীটির রুপে।
এবার তুমি সাজবে জানি,
রূপ কথার ঐ ঝাঁসি রাণি।
১৮/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭খুবই মজার ব্যাপার
-
সাঁঝের তারা ১৮/০৫/২০১৭সুন্দর ...
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৫/২০১৭শুভ রাত্রি।