সকাল বেলায়
রাস্তায় দাঁড়িয়ে আছি সেই আমি,
চোখ ধুয়ে কেন আসলে না তুমি?
সকালের এই হাটা তোমার জন্য,
তোমাকেই খুঁজে ফিরি হয়ে হন্য।
হেঁটে চলি দক্ষিণে তোমার আশায়,
উঁকি ঝুঁকি মারি ঐ তোমার বাসায়।
কত পাখি ডাকে দেখি নিম তলায়,
গেইটা লাগানো তোমার তালায়।
শালিকেরা উড়ে জোড়ায় জোড়ায়,
সবাই হাটে দেখো পাড়ায় পাড়ায়।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
চোখ ধুয়ে কেন আসলে না তুমি?
সকালের এই হাটা তোমার জন্য,
তোমাকেই খুঁজে ফিরি হয়ে হন্য।
হেঁটে চলি দক্ষিণে তোমার আশায়,
উঁকি ঝুঁকি মারি ঐ তোমার বাসায়।
কত পাখি ডাকে দেখি নিম তলায়,
গেইটা লাগানো তোমার তালায়।
শালিকেরা উড়ে জোড়ায় জোড়ায়,
সবাই হাটে দেখো পাড়ায় পাড়ায়।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মনির ২১/০৫/২০১৭ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৫/২০১৭নিত্য ডায়েরি। শুভেচ্ছা।
-
বিশ্বামিত্র ১৭/০৫/২০১৭প্রাণের আকুতিই আসল প্রেমের লক্ষণ।কবি শুভেচ্ছা রইল।
-
আলম সারওয়ার ১৭/০৫/২০১৭অনেক অনেক শুভেচ্ছা
-
তুষার রায় ১৭/০৫/২০১৭শালিকেরা এমন করে উড়ে বেড়াক প্রিয় কবি
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৫/২০১৭সুপ্রভাত,বন্ধুরা।