রাস্তাটা অন্ধকার
রাস্তাটা নিঝুম অন্ধকার,
তবুও ছিল আশা-
আলোক খুঁজে পাবার।
জোনাকিরা উড়ে চলে,
আপন শিখা জ্বেলে।
দূরে গ্ৰামে গৃহবধূ
আলোক জ্বালে,
কেরসিনের তেলে।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
তবুও ছিল আশা-
আলোক খুঁজে পাবার।
জোনাকিরা উড়ে চলে,
আপন শিখা জ্বেলে।
দূরে গ্ৰামে গৃহবধূ
আলোক জ্বালে,
কেরসিনের তেলে।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৫/২০১৭ঠিক আছে।
-
আলম সারওয়ার ১৬/০৫/২০১৭সুন্দর লেখা লেখালেখির জন্য শুভেচ্ছা
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১৬/০৫/২০১৭অপূর্ব সুন্দর কবিতা।
-
পরশ ১৬/০৫/২০১৭ভাল
-
Tanju H ১৬/০৫/২০১৭বাহ্ সুন্দর কবিতা।
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০১৭সুপ্রভাত বন্ধুরা।