আঁকার ডালি
আঁকার ডালি,
পাঁচ মিশালি।
নানা রকম রঙে,
আঁকতে লাগে;
কত রকম ডঙ্।
নানা মাপের তুলি কত,
নষ্ট হয় যে অবিরত।
আর্টের খাতা সাদা মাটা,
লিখতে লিখতে হাতে ব্যাথা।
লিখতে গেলে ছবির খাতা,
ছাড়তে হবে চপলতা।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
পাঁচ মিশালি।
নানা রকম রঙে,
আঁকতে লাগে;
কত রকম ডঙ্।
নানা মাপের তুলি কত,
নষ্ট হয় যে অবিরত।
আর্টের খাতা সাদা মাটা,
লিখতে লিখতে হাতে ব্যাথা।
লিখতে গেলে ছবির খাতা,
ছাড়তে হবে চপলতা।
১৬/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৫/২০১৭নিত্যদিনে। খুব ভালোলাগা রইল। আন্তরিক শুভেচ্ছা।
-
আলম সারওয়ার ১৬/০৫/২০১৭কবিতার জন্য শুভেচ্ছা থাকল আমার
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০১৭শুভ রাত্রী।