চাই না আমি
চাই না আমি তোমার প্রেম,
চাই না ভালোবাসা।
সুখে থেকো সারা জীবন,
মিটিয়ে মনের আশা।
ভালোবেসে কষ্ট দেওয়া,
আর কি আছে বড় সাজা!
ভুলে যেও আমায় তুমি,
খুশী হবে তাতেই জানি।
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
চাই না ভালোবাসা।
সুখে থেকো সারা জীবন,
মিটিয়ে মনের আশা।
ভালোবেসে কষ্ট দেওয়া,
আর কি আছে বড় সাজা!
ভুলে যেও আমায় তুমি,
খুশী হবে তাতেই জানি।
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৫/২০১৭'ভালোবাসা' দুরকম হয়ে গেছে।
-
বিশ্বামিত্র ১৬/০৫/২০১৭খুব সুন্দর হয়েছে।প্রত্যাখ্যাত প্রেমের ছোট যন্ত্রণা ভালই ফুটে উঠেছে। কবি শুভেচ্ছা ধাকল।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৫/২০১৭বেশ তো!
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৫/২০১৭শুভ সন্ধ্যা।