তুমি এলে না
প্রিয়া তুমি এলে না যে,
আমার ঘরে লজ্জা করে!
তবুও আমি বসে আছি,
শুধু তোমার অপেক্ষাতে।
দিনের শেষে সন্ধ্যা হলো,
রাতটা বুঝি বড়োই কালো।
মোমের প্রদীপ জ্বেলে-বল
কেন তোমায় বাসি ভালো?
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
আমার ঘরে লজ্জা করে!
তবুও আমি বসে আছি,
শুধু তোমার অপেক্ষাতে।
দিনের শেষে সন্ধ্যা হলো,
রাতটা বুঝি বড়োই কালো।
মোমের প্রদীপ জ্বেলে-বল
কেন তোমায় বাসি ভালো?
১৫/০৫/২০১৭
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৫/২০১৭বেশ! বেশ!
-
সাঁঝের তারা ১৬/০৫/২০১৭ভাল ...
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৫/২০১৭সুপ্রভাত, কবি সাহিত্যিক বন্ধুরা।