জবা
জবা তুমি হাসলে মোরে,
যখন গেলাম প্রিয়ার ঘরে।
সাক্ষী হয়ে রইলে তুমি,
লুকিয়ে যখন গেলাম আমি।
তোমার মতো ভাগ্য যে নাই,
দাঁড়িয়ে থাকি ঐ বারান্দায়।
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
যখন গেলাম প্রিয়ার ঘরে।
সাক্ষী হয়ে রইলে তুমি,
লুকিয়ে যখন গেলাম আমি।
তোমার মতো ভাগ্য যে নাই,
দাঁড়িয়ে থাকি ঐ বারান্দায়।
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৫/২০১৭
-
Tanju H ১৪/০৫/২০১৭অসাধারন অনুভূতি কবি।
-
মোমিনুল হক আরাফাত ১৪/০৫/২০১৭চমৎকার
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৫/২০১৭সুস্বাগতম কবি বন্ধুরা।
দাড়িয়ে > দাঁড়িয়ে