মায়ের কোলে
ছোট্ট শিশু মায়ের কোলে,
কাঁদে আর হাসে খেলে।
কাজের ফাঁকে তেল মাখিয়ে,
রোদে বসায় মা তাকে।
মায়ের মায়া দেবার মতো,
কেউ নেয় আর জানা মত।
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
কাঁদে আর হাসে খেলে।
কাজের ফাঁকে তেল মাখিয়ে,
রোদে বসায় মা তাকে।
মায়ের মায়া দেবার মতো,
কেউ নেয় আর জানা মত।
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৫/২০১৭মায়ের স্নেহ! শুভেচ্ছা।
-
রুবেল চন্দ্র দাস ১৫/০৫/২০১৭Osadaron
-
Tanju H ১৪/০৫/২০১৭মা সর্বশ্রেষ্ঠ সম্পদ।অসাধারন কবি।
-
কে. পাল ১৪/০৫/২০১৭ওয়াও
-
সাঁঝের তারা ১৪/০৫/২০১৭বেশ...
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৫/২০১৭শুভ রাত্রি।