ঝিনুক
ঝিনুক তোমার জন্ম কেন,
সাগর তলে নদীর জলে?
ঝিনুক তোমার মূল্য কোথায়,
পড়ে থাকো বালুর তলে!
মুক্তা জন্মে তোমার পেটে,
বের করবে তোমায় কেটে!
মানুষের শুধু মুক্তা লাগে,
ঝিনুক লাগে না তো!
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
সাগর তলে নদীর জলে?
ঝিনুক তোমার মূল্য কোথায়,
পড়ে থাকো বালুর তলে!
মুক্তা জন্মে তোমার পেটে,
বের করবে তোমায় কেটে!
মানুষের শুধু মুক্তা লাগে,
ঝিনুক লাগে না তো!
১৪/০৫/২০১৭
(৩০শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দিপেশ শূর ১৪/০৫/২০১৭চমত্কার ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৫/২০১৭ভালো।
-
শরীফ আহমাদ ১৪/০৫/২০১৭দারুণ উপদেশমূলক ছড়া...। শুভেচ্ছা রইল কবি....
-
মধু মঙ্গল সিনহা ১৪/০৫/২০১৭সুপ্রভাত কবি সাহিত্যিক বনন্ধুরা।