কৃষ্ণচুড়ার রাঙা ফুল
যখন দেখি কৃষ্ণচুড়ার রাঙা ফুলের ডালি,
মনটা আমার লাগে বুঝি অনেক বেশি খালি!
কৃষ্ণচুড়া ফুটে ছিল তোমার বাড়ি পাশে,
চাঁদের মতো হাসতে তুমি তালের তলে বসে।
১৩/০৫/২০১৭
(২৯শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মনটা আমার লাগে বুঝি অনেক বেশি খালি!
কৃষ্ণচুড়া ফুটে ছিল তোমার বাড়ি পাশে,
চাঁদের মতো হাসতে তুমি তালের তলে বসে।
১৩/০৫/২০১৭
(২৯শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৫/২০১৭
-
শরীফ আহমাদ ১৩/০৫/২০১৭দারুণ ছন্দময় প্রকৃতি ও প্রেমের কবিতা....।অনেক মুগ্ধ হলাম প্রিয় কবি....
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭শুভ রাত্রী।
একটি কথা জানতে চাই। গতকাল (১৩/৫/২০১৭) আপনি ৪টি কবিতা বিভিন্ন সময়ে পোস্ট করেছেন। কিন্তু কখন কখন করলেন একটু জানাবেন। আমার বিশ্বাস একদিনে ৩ টির বেশি সম্ভব নয়। কারণ ৬ ঘন্টার মধ্যে নতুন লেখা পোস্ট করা যায় না। অবশ্যই জানাবেন কিন্তু। ভালো থাকুন।